আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নে নালিশ দেবে বিএনপি
মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার অনুমতি না দেয়ার বিষয়ে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নে অভিযোগ করতে যাচ্ছে বিএনপি। দলটির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ জানাবে।
মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান একথা জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ আইএলও এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের সদস্য। আইএলও’র সংবিধান অনুযায়ী বাংলাদেশ সংস্থাটির কনভেশন-৮৭ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। যেখানে ফ্রিডম অব অ্যাসোসিয়েশন নিশ্চিত করার কথা, সেখানে আজকে আমাদেরকে সেটা করতে দেয়া হলো না।’
নজরুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নের সদস্য হিসেবে নিশ্চয়ই আমরা কখন, কোন প্রোগ্রাম করি সেটা আমাদের জানাতে হয়। এই যে আমরা প্রোগ্রাম করতে পারলাম না, কেন পারলাম না সেটাও আমাদের তাদের জানাতে হবে এবং আমরা অবশ্যই জানাব।’
তিনি বলেন, ‘আজ শ্রমিক দলকে এ ধরনের আন্তর্জাতিক দিবসে শোভাযাত্রা করতে দেয়া হলো না। আমাদের অফিসের সামনে (নয়াপল্টন) দিয়ে মিছিল যাচ্ছে ট্রাকে করে, বিভিন্ন এলাকা থেকে মিছিল আসছে, মিরপুর এলাকা থেকে মিছিল আসছে, সায়েদাবাদ এলাকা থেকে মিছিল আসছে প্রেসক্লাবের সামনে। সেটা যদি সম্ভব হয়, সেটা যদি অন্যায় না হয়, বেআইনি না হয়, তাহলে নয়াপল্টন থেকে মিছিল প্রেসক্লাবে যেতে এত বাধা কেন? এখানে তো আইনিভাবে এখনো বাকশাল কায়েম হয় নাই।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার এসব না করে আইন করে দিলেই হয়। তারা লিখিত কিছু বলছে না, কিন্তু কাজেকর্মে তা প্রমাণ দিচ্ছে। এটা অসৎ রাজনীতি।’
তিনি বলেন, ‘এই সরকার নির্বাচিত নয়, এই সরকার জনগণের বন্ধু নয়, এই সরকার শ্রমজীবী মানুষের বন্ধুও নয়। তারপরেও সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরা করতে চাই জনগণকে নিয়ে। বিদেশের কেউ খবরদারি করুক আমরা চাই না। কিন্তু, সরকার এমন সব আচরণ করছে যেসব আচরণে আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘিত হচ্ছে।’
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে শোভাযাত্রা করার জন্য অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করি। যোগাযোগও করেছি। সোমবার সন্ধ্যা সাতটায় পল্টন মডেল থানার ওসি আমাদের জানিয়ে দেন, কোনো শোভাযাত্রা শ্রমিক দল করতে পারবে না।’
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শ্রমিক দলের শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল। কিন্তু, অনুমতি না পেয়ে সংবাদ সম্মেলন করে শ্রমিক দল।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুল করিম মজুমদার, ফজলুল হক মোল্লা, মনজুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন