আন্দোলনকারীদের গোলাপ ফুল গ্রহণ করলো না পুলিশ
কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। এসময় দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের গোলাপ ফুল উপহার দিতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেনি।
রোববার বিকেল ৪টা ১০ মিনিটে শাহবাগ পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে।
বিকেল তিনটা থেকে পাঁচ দফা দাবিতে এ অবরোধ শুরু করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
শাহবাগে শিক্ষার্থীদের অবরোধের কারণে আটকে পড়া যানবাহনগুলো অন্য রুটে চলে যাচ্ছে। তবে অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়া হচ্ছে।
আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করছেন। অনেকে নিজের জামা খুলে শরীরে কোটা সংস্কার চাই লিখেছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয়ভাবে রোববার বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রাটি শুরু হয়। এরপর দুপুর আড়াইটার দেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তা দিয়ে বের হয়ে রাজু স্মৃতি ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগের মোড়ে এসে অবরোধ করেন শিক্ষার্থীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন