আন্দোলনে বাধা দিলে সরকারি অফিসেই শস্য বাজার : ভারতে কৃষক নেতা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/1010-900x450.webp)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভারতে পাশ হওয়া নতুন কৃষি আইন বাতিল করতে সরকারকে ২৬ দিন সময় বেঁধে দিলেন ভারতীয় কৃষক ইউনিয়নের প্রধান রাকেশ টিকাইত। এই সময়সীমার মধ্যে আইন প্রত্যাহার না করলে আন্দোলন তীব্র হবে বলে উল্লেখ করেন তিনি। বিক্ষোভে বাধা দিলে সরকারি অফিসগুলোকে শস্য বাজারে পরিণত করার হুমকিও দিয়েছেন টিকাইত।
সোমবার (১ নভেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, টিকাইত বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে ২৬ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে। তারপরে ২৭ নভেম্বর থেকে কৃষকরা গ্রাম থেকে ট্রাক্টরে করে দিল্লির আশেপাশের বিক্ষোভস্থলে পৌঁছে যাবে। তারা শক্ত দুর্গ গড়ে প্রতিবাদের স্থানকে শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, সীমান্ত থেকে জোর করে কৃষকদের সরিয়ে দেওয়ার চেষ্টা হলে তারা সারা দেশের সরকারি অফিসগুলোকে গল্লা মান্ডিতে (শস্য বাজার) পরিণত করবে। প্রশাসন যদি বিক্ষোভস্থলে তাঁবু নামানোর চেষ্টা করে তাহলে কৃষকরা থানা এবং জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে তা স্থাপন করবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন