‘আপনাদের পাশে ছিলাম, থাকবো’ : কলারোয়ায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি হাবিব

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘কোন সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নাই। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বিদেশে গেলে পাসপোর্ট দেখালে যেরকম বলে বাংলাদেশি, সেখানে কোন হিন্দু মুসলিম বা অন্য কোন ধর্মের কথা বলা হয় না। আমরা সবাই ভাই ভাই। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে নিজেদের ধর্মীয় আচার পালন করি।’

শনিবার (১২ অক্টোবর) কলারোয়া উপজেলার শুভঙ্করকাটি, হেলাতলা, কুশোডাঙ্গা, কেরালকাতা, ঠাকুরবাড়ি, সাতপোতা, দেয়াড়া, সোনাবাড়িয়াসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক এই সভাপতি আরো বলেন, ‘মিথ্যা মামলায় ৭০ বছরের কারাদণ্ড নিয়ে চার বছর কারাভোগের পর আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশেই থাকবো।’

মতবিনিময় শেষে বিভিন্ন পূজা মন্ডপ কমিটির কাছে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।

এর আগে সাবেক এমপি বিএনপি নেতা হাবিব বিভিন্ন পূজা মণ্ডপে পৌছুলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষেরা।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদ এবং সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।