আফগান শরণার্থীদের আশ্রয় দিতে চায় উগান্ডা
তালেবানের কাবুল জয়ের পর আফগানিস্তানে শরণার্থীদের আশ্রয় দিতে রাজি হয়েছে আফ্রিকান দেশ উগান্ডা। যুক্তরাষ্ট্রের অনুরোধে মঙ্গলবার এ বিষয়ে তারা সম্মত হয়েছে।
উগান্ডার ত্রাণ, পুনর্বাসন,ও শরণার্থী মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী ইসদার দাভিনিয়ার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইসদার দাভিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ৩ মাসের অস্থায়ী শরণার্থী হিসেবে তাদের নেওয়া হবে।
খবরে বলা হয়, পূর্ব আফ্রিকার ওই দেশ শরণার্থীদের আশ্রয় দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইতিমধ্যে ওই দেশটিতে ১৪ লাখ শরণার্থী রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন