আবারও শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলালিংক নেক্সট টিউবার’

বাংলালিংক-এর সৌজন্যে আবারও শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ডিজিটাল রিয়েলিটি শো “বাংলালিংক নেক্সট টিউবার”। দেশের প্রতিভাবান ভিডিও কনটেন্ট নির্মাতাদের অন্বেষণের উদ্দেশ্যে চালু হওয়া এই অভিনব রিয়েলিটি শো-এর প্রথম সিজন দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। আগামী ২০শে সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতাটির ২য় সিজন।

এবারের আসরে বিচারকের দায়িত্বে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা, জনপ্রিয় টিভি অভিনেতা ইরেশ জাকের এবং ইউটিউবার তামিম মৃধা ও শৌভিক আহমেদ। অত্যন্ত প্রতিদ্বন্দিতাপূর্ণ এই প্রতিযোগিতায় ভিডিও কন্টেন্ট নির্মাণে অসামান্য দক্ষতা দেখিয়ে বিচারকদের রায় ও দর্শকদের লাইকের ভিত্তিতে গতবার বিজয়ী হয়েছেন র‍্যাপ ব্যাটেল ভিত্তিক ভিডিও কন্টেন্ট নির্মাতাদের চ্যানেল ফিউসান প্রোডাকশন্স-এর আহনাফ নাসিফ ও রাফিদ মাহাদী। সম্প্রতি বিজয়ীরা সিঙ্গাপুরে অবস্থিত গুগলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের হেড কোয়ার্টারে ঘুরে এসেছেন।