আব্দুল হান্নান খানের মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল হান্নান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী এক শোকবার্তায় বলেন, মরহুম এম এ হান্নান নীতি ও আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন ও প্রতিভাবান একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য ভূমিকা, বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা মামলার তদন্তে প্রধান সমন্বয়ক হিসেবে তাঁর অবদান অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মোস্তাফা জব্বার বলেন, মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবে তাঁর অক্লান্ত পরিশ্রম ও একাগ্রতা ছিল তুলনাহীন।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য এম এ হান্নান খান আজ ১২.৫৩ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন