আমাকে প্রধান অতিথি করবেন না, সিনিয়ররা মাইন্ড করে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সিনিয়র নেতারা অনুষ্ঠানে আসলে তাকে প্রধান অতিথি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সিনিয়র নেতারা অনুষ্ঠানে আসলে সেখানে আমি প্রধান অতিথি হলে তারা মাইন্ড করেন। সে জায়গায় আমি থাকলে কী করতাম?
রোববার বিকালে রাজধানীর লেডিজ ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এমন অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করবেন না। সিনিয়ররা মাইন্ড করতে পারেন।
ঢাকা মহানগরের নেতাদের উদ্দেশে কাদের বলেন, অনুষ্ঠান যখন সাজাবেন তখন এসব চিন্তাভাবনা করে সাজাবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী শেখ হাসিনার কারামুক্তির স্মৃতিচারণ করে বলেন, এদেশে যখন গণতন্ত্রের উপর আঘাত আসে, গণতন্ত্র বাধা পায়; তখন আওয়ামী লীগের উপরই আঘাত আসে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. আবদুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ ডা. দিপু মনি, মাহবুব-উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন