আমার গান যে মানুষ এখনও শুনছে, এটাই অবিশ্বাস্য’
এমনিতেই বছরের শেষদিকে আলোচনার সোরগোল পড়ে গিয়েছিল যে, প্রায় সবগুলো অ্যাওয়ার্ড এবছর টেইলর সুইফট একাই নিয়ে যাবে। ধারণা করছিলেন সবাই। সেই কথাই বাস্তবে ঘটলো।
পপ সুপারস্টার টেইলর সুইফট আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এর সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান জিতেছেন।
গত ২০ নভেম্বর (রবিবার) রাতে লসঅ্যাঞ্জেলেসে জমকালো এই আসর বসে। যেখানে বছরের সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হন টেলর।
‘অ্যান্টি-হিরো’ গায়িকা ধন্যবাদ জানান শ্রোতা ও ভোটারদের। যারা তাকে বর্ষসেরা হিসেবে নির্বাচিত করেছে। শুধু বর্ষসেরাই নন, টেলর জিতেছে আরও বেশ কটি বিভাগের পুরস্কার। যেন এবারের আসরটি বসেছে টেলরকে ঘিরেই!
টেলর অ্যাওয়ার্ড মঞ্চে উঠে বলেন, ‘আমার গান যে মানুষ এখনও শুনছে, এটাই অবিশ্বাস্য মনে হয় আমার কাছে! আমি এখনও গান করছি এবং আপনারা এখনও সেগুলো আগ্রহ নিয়ে শোনেন; এটা আমার কাছে কতটা অবিশ্বাস্য তা আমি প্রকাশ করতে পারবো না।’
কৌতুক অভিনেতা ও সঞ্চালক ব্র্যাডি মজা করে এদিনের আয়োজনে টেনে আনেন অস্কার আসরে ক্রিস রকের ওপর উইল স্মিথের চড় প্রসঙ্গ! সেই ঘটনার রেশ টেনে ব্র্যাডি রসিকতা করে বলেন, ‘আজ রাতে কেউ চড় মারবে না তো!’
একসঙ্গে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ২০২২:
বর্ষসেরা শিল্পী-টেইলর সুইফট
বছরের নতুন শিল্পী- ডভ ক্যামেরন গেইল
বছরের সেরা যৌথ উদ্যোগ- এলটন জন এবং লিপা, কোল্ড হার্ট ও পিএনএইউ রিমিক্স
প্রিয় ট্যুরিং শিল্পী- কোল্ড পে
প্রিয় মিউজিক ভিডিও- টেইলর সুইফট, অল টু ওয়েল (টেলরের সংস্করণ)
প্রিয় পপ শিল্পী (পুরুষ)- হ্যারি স্টাইলস
প্রিয় পপ শিল্পী (নারী)- টেইলর সুইফট
প্রিয় পপ গ্রুপ – বিটিএস
প্রিয় পপ অ্যালবাম- টেইলর সুইফট, লাল (টেলর সংস্করণ) সহ একাধিক পুরস্কার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন