আমার সোনার বাংলায় || আফসান আলম
আমার সোনার বাংলায়
আফসান আলম
আমার সোনার বাংলায় আজ হচ্ছে কিরে ভাই
আমার স্বাধীন বাংলায় আজ হচ্ছে কিরে ভাই
রোজ শুনি মরছে মানুষ
কাদছে স্বজন, আর নর-পিচাশ উড়ায় টাকার ফানুস।
তবে কি মানুষের দাম নাই-
জীবনের দাম নাই!
শুনেছি বাস চাপায় প্রাণ হারানো
কিশোর-কিশোরীর পরিবারকে দেয়া হবে লক্ষ টাকা জরিমানা
এটা কি তবে সন্তানের জীবনের দাম, নাকি সান্ত্বনা?
কেউ বলছে এটা তাৎক্ষনিক চাহিদা পূরণে হচ্ছে দেয়া,
নিহত সন্তানের চাহিদা করে পূরণ
বিশ্বে আছে কি সে ধন?
কচিকাচায় চাইছে বিচার
নিরাপদ সড়কের অধিকার
একি অনন্যায় তার?
বলি ও পুলিশ ভাই মারছিস কেনে রে
চেয়ে দেখ খুলে চোখ
ছোট্ট শিশুগুলোর কচিকচি মুখ
এদের মাঝে দেখতে কি পাশনে তোর ছেলেপুলের মুখ।
মন্ত্রীর মশাই দেশের জ্বালা
মানুষের জীবনে ঝুলায় তালা
বিচার করবে কে?
তবে কি মানুষ এমনি করে মরবে?
কোথায় সেই নেত্রী আজ
কোথায় সেই সরকার
রাজপথে দেখেছিলাম যারে রুখতে এক-নায়ক রাজ
রাজাকার পতনে হয়েছিল যে সোচ্চার।
আমার স্বাধীন বাংলায় আজ হচ্ছে কিরে ভাই
তবে কি মানুষের দাম নাই-
জীবনের দাম নাই!!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন