আমি কোনো বাটপার নেতার রাজনীতি করি না: কাদের মির্জা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/kader-mirja.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি কোন বাটপার নেতার পেছনে রাজনীতি করি না। আমি রাজনীতি করি শেখ হাসিনার উন্নয়নে বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের আগে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, মওদুদ সাহেব হলেন জাতীয় নেতা। যার পরিচয়ে আমরা পরিচিত হতাম। এমন জাতীয় নেতা আমরা আর কখনো পাব না। অন্যরা হলো টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনি। নিজাম হাজারী মানুষ খুন করেছেন। একরামের (একরামুল করিম চৌধুরী) অস্ত্রের গুলিতে নোয়াখালীতে ২৬ জন মায়ের বুক খালি হয়।
মির্জা আরও বলেন, নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, কোম্পানীগঞ্জের ইউএনও, এসি ল্যান্ড, ওসি ও ওসিকে (তদন্ত) প্রত্যাহার না করলে যতই চেষ্টা করুক কোম্পানীগঞ্জে শান্তি আসবে না। এটা স্পষ্ট।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন