আমি যেখানেই থাকি না কেন আপনাদের সঙ্গেই আছি, থাকব
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমি যেখানেই থাকি না কেন আপনাদের সঙ্গেই থাকব, আমি আপনাদের সঙ্গে আছি, থাকব। আমাকে ভয় দেখিয়ে কেউ কিছু করতে পারবে না।
দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার আশঙ্কাকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেত্রী এ কথা বলেন।
এসময় তিনি বলেন, যে কোনো কর্মসূচি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে পালন করবেন। তিনি সরকারকে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন করতে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান।
শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তৃতাকালে এসব কথা বলেন খালেদা জিয়া।
দলের নেতাকর্মীদের লক্ষ্য করে বিএনপি নেত্রী বলেন, যারা অতীতে দলের সঙ্গে ছিল এবং এখনো আছে তাদের আমরা মূল্যায়ন করব। ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাদের ভালো পদায়ন করা হবে। যারা বেঈমানি করেছেন তাদের মূল্যায়নের কোনো সুযোগ থাকবে না। তাদের আমরা বহুবার ক্ষমা করেছি। তবে ক্ষমা একবার হয় বারবার হয় না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন