আমেরিকার শীর্ষ পাঁচটা ইউনিভার্সিটি থেকে অফার পেলো জবি রসায়নের শীতল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১২তম শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজয়ানা আমিন শীতল একইসাথে আমেরিকার টপ পাঁচটা ইউনিভার্সিটিতে ফুল ফান্ডিং স্কলারশিপ পেয়েছেন। ইউনিভার্সিটি গুলো হলো: ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিঙ্কন, মিশোরী সাইন্স এন্ড টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপি।
ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতেই নিজের পিএইচডি সম্পন্ন করবেন বলে জানান, রেজয়ানা আমিন শীতল। জবির রসায়ন বিভাগ থেকেই তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে রিসার্চ শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সালেহ আহমেদ স্যারের সাথে। এখন পর্যন্ত ২টি রিসার্চ পাবলিশ করেন শীতল।
জুনিয়র শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,” সর্বোচ্চ চেষ্টা করা উচিৎ যেনো সর্বোচ্চ সিজিপিএ অর্জন করা যায়, আর অবশ্যই ভালো রিসার্চ ওয়ার্ক করতে হবে এটা ম্যান্ডাটরি। নিজের জন্য খুব ভালো সিভি ও এসওপি তৈরী করতে হবে। আর শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে কারন উচ্চ শিক্ষার জন্য ওনারাই রিকমেন্ডেশন লেটার দিবেন “

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন