আরাধনায় শেষ হলো বগুড়ার মহাস্থানের মিলনমেলা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/05/IMG20240509181629-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জিকির ও আরাধনায় শেষ হলো মহাস্থানের মিলন মেলা। গতকাল বৃহস্পতিবার (৯ মে) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত এ মিলনমেলা।
কথিত আছে, হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রঃ) এর বিজয় দিবস হলো বৈশাখের শেষ বৃহস্পতিবার যা ওরশ হিসাবে পালন করা হয়। ওরশ উপলক্ষে মহাস্থানে বসে মেলা।
সরেজমিনে গিয়ে দেখে যায়, অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে এ মিলনমেলায়। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত সাধু সন্ন্যাসীরা গোপনে করেছে গাঁজা সেবন ও বিক্রি। দিন শেষে সন্ধ্যা নামার সাথে সাথে মাযার ও আশপাশের এলাকায় শরিয়ত, মারিফত, তরিকত, হাকিকতসহ বিভিন্ন ধরনের গান নেচে ও গেয়ে রাত কাটিয়েছে ভক্তরা।
এ ছাড়াও মাজার মসজিদে সারা রাত জিকির ও বন্দেগীতে কাটিয়েছে ভক্তরা। এবার মেলায় কটকটি ব্যবসায় ভাটা অবস্থা পরিলক্ষিত হয়েছে। ওরশে আইন-শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। রাস্তায় কোন যানজট পরিলক্ষিত হয়নি।
মাজার কমিটির সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, সার্বিকভাবে ভালো পরিবেশেই শেষ হয়েছে এবারের ওরশ ও মেলা। আজ নামাজ আদায় করে ভক্তরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। সমাপ্ত হয় এক মহৎকর্মের।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন