আরো ৫ দিন বৃষ্টি হবে!
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ুপ্রবাহ প্রবল। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
অধিদফতরের ওয়েবসাইটে বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি ঝরছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ১৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানয়েছে সংস্থাটি।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে সারা দেশে শুরু হওয়া বৃষ্টি সারা দিনই থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদফতর সেমাবার সন্ধ্যার পূর্বাভাসে জানায়, মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে আগামী পাঁচ দিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন