আ’লীগ নেতার ভাইকে পেটানোর জেরে সংঘর্ষে আহত ৩৭
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/nagarkanda-faridpur-songo_65135_1512208481.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শনিবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের সিকদারদের সঙ্গে খাঁনদের ঝাটুরদিয়া বাজার এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা থানার ওসি এএফএম নাসিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের হাজি মোহাম্মদ আলী সিকদারদের সঙ্গে গোলাপ খাঁনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় ঝাটুরদিয়া বাজারে হাজি মোহাম্মদ আলী সিকদারের ছেলে ও আওয়ামী লীগ নেতা মিজান সিকদারের ভাই ইমদাদ সিকদারকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। হামলায় গোলাপ খাঁন, আমানত খাঁন, ছিরু খাঁন, আজিজুল খাঁন, মনি খাঁন ও রাসেল খানসহ ১০-১২ জন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।
পরে ইমদাদ সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উভয়পক্ষ ঝাটুরদিয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন