আল্লাহ ও রাসুল সাঃ কে নিয়ে কটুক্তিকারী দের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে কুড়িগ্রাম বিক্ষোভ

মহান আল্লাহ ও তাঁর রাসুল সাঃ কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও তাঁর সাগরেদদের দ্রæত গ্রেফতার ও উপযুক্ত শাস্তি মৃত্যুদন্ড এবং ইসলামকে নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড সংবিধানে প্রণয়নের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট থেকে দাবির পক্ষে মিছিল নিয়ে ছাত্ররা বের হয়ে কলেজ মোড়ে দোয়েল চত্বরে সমাবেশ করে। এ সময় বক্তারা অবিলম্বে মহান আল্লাহ ও তাঁর রাসুল সাঃ কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও তাঁর সাগরেদদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তি মৃত্যুদন্ড এবং ইসলামকে নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড সংবিধানে প্রণয়নের দাবি জানান।

তারা এসময় বলেন অন্যথায় আমরা কঠিন আন্দোলন গড়ে তুলব।

পরে একই দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।