‘আল্লাহ ঘর হারাদের মুখে হাসি ফিরিয়ে পুনর্বাসিত করুক’

ভারতের কেরালায় এখনও দুর্যোগ কাটেনি। আরও বৃষ্টি, আরও দুর্ভোগ অপেক্ষা করছে উপকূলবর্তী এই রাজ্যের। বৃষ্টিতে ভেসে গেছে জমির ফসল। কেরালার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক।

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বিয়ে করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। শ্বশুড়বাড়ির লোকজনের এমন অবস্থার উন্নতির জন্য বুধবার ঈদুল আযহার নামাজ শেষে প্রার্থনা করেছেন শোয়েব মালিক।

ঈদের নামাজ শেষে পাকিস্তানের তারকা ক্রিকেটার টুইটারে লেখেন, ঈদ মোবারক দোস্তো। আমি কেরালার বন্যা দুর্গতদের জন্য প্রার্থনা করেছি। আল্লাহ, ঘর হারাদের মুখে হাসি ফিরিয়ে তাদের পুনর্বাসিত করুক।

এর আগে ভারতের কেরালার বন্যা পরিস্থিতিতে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

কেরালার বন্যার্ত মানুষদের জন্য দুঃখ প্রকাশ করে আফ্রিদি টুইটারে লেখেন,ভারতের কেরালার ভয়াবহ বন্যা দেখে আমি মর্মাহত। আফ্রিদি ফাউন্ডেশন আপনাদের সমব্যথী এবং সেখানকার ভাইবোনেদের পাশে আছে। আল্লাহ যেন আপনাদের কষ্ট লাঘব করে এবং তাড়াতাড়ি আপনারা যেন ত্রাণ পান।