রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের উপপ্রধানমন্ত্রী
‘আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ৪০০ কোটি টাকা ব্যয় করবে তুরস্ক’
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আবাসন ও স্বাস্থ্যখাতে তুরস্ক ৪০০ কোটি টাকা ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী রিসেপ আকদাজ।
বুধবার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
এ সময় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী রিসেপ আকদাজ।
বুধবার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের হাতে ত্রাণ তুলে দেন।
এ সময় তার সঙ্গে স্ত্রী সায়মা আকদাজ, তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান মেহমেত গুলোগলু ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন। খবর আনাদলু এজেন্সির।
এ সময় তুর্কি উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প নির্মাণের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, তুরস্ক রোহিঙ্গাদের জন্য ক্যাম্প, ভবন ও হাসপাতাল নির্মাণ করতে আগ্রহী। এজন্য তুরস্ক ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার ব্যয় করবে। বাংলাদেশ সরকার জায়গা নির্দিষ্ট করলে তুরস্ক নির্মাণকাজ শুরু করবে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন