আড়াইহাজারে কাভার্ডভ্যানচাপায় ২ শিশুর মৃত্যু, আহত ২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/road-accident-দূর্ঘটনা-দুর্ঘটনা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আড়াইহাজারে কাভার্ডভ্যানচাপায় একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
শুক্রবার সকাল ৯টায় উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধন মোটরসাইকেলে তার বাবা কার্তিক বর্ধন, মেয়ে বৃষ্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে ইরছা রানী বর্ধনকে নিয়ে সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে যাচ্ছিল।
লেঙ্গুরদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইরছা রানী (৭) মারা যায়। এ সময় স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃষ্টিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার বৃষ্টিকে (৫) মৃত ঘোষণা করেন। আহত সুমন ও তার বাবারক আশঙ্কাজনক ভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘শিশু ২টির লাশ পরিবার নিয়ে গেছে।
পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। ’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন