ইংল্যান্ডে বাংলাদেশের জার্সি পরা ওরা কারা?
ইংল্যান্ডে প্রচুর প্রবাসী বাংলাদেশি রয়েছে। সেই সূত্রে বিশ্বকাপে টাইগারদের ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে লাল সবুজ জার্সি পড়া অগনিত সমর্থক দেখা যায়। কিন্তু সম্প্রতি বাংলাদেশের জার্সি পড়া চার শিশু-কিশোরের দেখা মিলেছে। প্রশ্ন হলো এরা কারা, আর কেনইবা তারা বাংলাদেশের জার্সি পড়েছে?
তাহলে কি তারা কোনো বাংলাদেশি পরিবারের সন্তান? নাকি তাদের বাবা অথবা মা বাংলাদেশি, সে সুবাদেই এমন ছবি তোলা। সে ভাবনাটাও ঠিক নয়। তাহলে তাদের গায়ে বাংলাদেশের জার্সি কেন?
কারণ, তাদের বাবার নাম জেমি ডে। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমির কথায় বলা হচ্ছে। এবার বিষয়টা পরিষ্কার তো! জাতীয় ফুটবল দলের কোচ জেমির চার ছেলে। বাবার সূত্র ধরে তারা এখন বাংলাদেশ দলের সমর্থক হয়ে উঠেছে।
বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি চার ছেলের জনক। ছবির বাঁ পাশ থেকে ১৫ বছরের বড় ছেলে লুই, ৬ বছরের ছোট ছেলে জেস। এর পরেই দাঁড়িয়ে তার চেয়ে দুই বছরের বড় টিলার। সবার ডানে দাঁড়ানো হ্যারির বয়স ১৪। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের পর ছুটিতে যাওয়ার সময় চার ছেলের জন্যই বাংলাদেশ ফুটবল দলের জার্সি নিয়ে যান জেমি। তবে ফুটবলের সঙ্গে বড় দুই ছেলের জন্য ক্রিকেট দলের দুই সেট জার্সিও কিনতে হয়েছে তাঁকে। কারণ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানানো। আর যেহেতু নিজের দেশ ইংল্যান্ডে বিশ্বকাপ চলছে, ছেলেদের গায়ে বাংলাদেশের জার্সি না থাকলে আর কেমন হয়!
গত বছর মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করেছেন জেমি। সফলভাবে এক বছরের মেয়াদ পূরণ করাই জেমির সঙ্গে আবারও এক বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ এখন তাঁর কাছে সেকেন্ড হোম। তাই মাতৃভূমি ইংল্যান্ডের পর বাংলাদেশের সঙ্গেই থাকছে তাঁর সমর্থন, ‘ইংল্যান্ডের পরে আমি বাংলাদেশের সমর্থক। যেহেতু বাংলাদেশ আমার দ্বিতীয় দেশ, তাই এবার বিশ্বকাপে মন প্রাণ দিয়ে দলটিকে সমর্থন করব।’
বাংলাদেশ দলে জেমির পছন্দের খেলোয়াড় তামিম ইকবাল, তা তিনি আগেই জানিয়েছেন। তবে ছেলেদের পছন্দ বোলার রুবেল হোসেন। ছেলেদের নিয়ে মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহের কথাও জানালেন জেমি।
সূত্র: প্রথম আলো
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন