ইউএই তায়কোয়নদো আইটিএফ চ্যাম্পিয়নশীপে ৩টি স্বর্ণসহ ১৩টি পদক অর্জন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/05/IMG_20240501_205406-900x450.jpg)
লালমনিরহাটের আদিতমারীর নিভৃত পল্লীর প্রান্তিক কৃষক পরিবারের সদস্য মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়ের নেতৃত্বে সম্প্রতি (২৫-২৯ এপ্রিল) ইউনাইটেড আরব আমিরাতে
(ইউএই) আজমান শহরে অনুষ্ঠিত ইউএই তায়কোয়নদো আইটিএফ চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ বাংলাদেশের তায়কোয়নদো প্রতিযোগিরা ৩ টি স্বর্ণ পদকসহ মোট ১৩ টি পদক অর্জন করে বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে।
ইউনাইটেড আরব আমিরাতের আজমান শহরের পুলিশ স্যুটিং স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ তায়কোয়নদো চ্যাম্পিয়নশীপে স্বাগতিক ইউএই, ভারত, বাংলাদেশ, নেপাল, স্কটল্যান্ড, উজবেকিস্তান, ইথিওপিয়া, ইউনাইটেড কিংডম অংশ গ্রহণ করে।
বাংলাদেশের পক্ষে একক লড়াইয়ে ৩ জন স্বর্ণ পদক লাভ করেন, এরা হলেন এরা হলেন, লালমনিরহাট তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়, ঢাকার বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মেগদাদ হোসেন ও নোমান বিন নেওয়াজ সূর্য।
এদের মধ্যে মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়কে স্পন্সর করেন লাভলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিলভিয়া পারভীন লেনি।
একক লড়াইয়ে রোপ্য পদক লাভ করেন ৩ জন। এরা হলেন ঢাকার বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মোয়াজ হোসেন, মিনাজ বিন নেওয়াজ স্বচ্ছ ও লালমনিরহাট তায়কোনদো অ্যাসোসিয়েশনের শেখ রাইয়ান ইসমাইল।
সাতটি ব্রোঞ্জ পদক লাভ করেন বাংলাদেশের তায়কোয়নদো প্রতিযোগিতারা। এদের মধ্যে একক লড়াইয়ে লালমনিরহাট তায়কোয়নদো অ্যাসোসিশনের মোঃ নাজমুল মিয়া এবং ঢাকার বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মাহাতাব হোসেন।
এছাড়া দলগত লড়াইয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন ঢাকার বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মাহাতাব হোসেন, নোমান বিন নেওয়াজ সূর্য, মিনাজ বিন নেওয়াজ স্বচ্ছ , মোঃ মোয়াজ হোসেন ও লালমনিরহাট তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের শেখ রাইয়ান ইসমাইল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন