ইউক্রেনের কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রে রুশের ক্ষেপণাস্ত্র হামলা

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী শহর কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেস্কি কুলেবা।

শনিবার দেশটির বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বার্তা সংস্থা এপি জানিয়েছে, রুশ বাহিনী এসব হামলা চালিয়ে জনবহুল অঞ্চলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের চেষ্টা করছে।

এ বিষয়ে কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেস্কি কুলেবা বলেন, রুশ বর্বর হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ইউক্রেনারগো জানিয়েছে, বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।

কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কোম্পানি কর্তৃপক্ষ।

এর আগে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী সেতুতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। যার জন্য ইউক্রেনকে দায়ি করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। জবাবে ইউক্রেনজুড়ে মিসাইল হামলা চালিয়েছে মস্কো।

এছাড়াও ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে রাশিয়া। মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় কিয়েভের তিনটি এলাকার বাসিন্দাদের পিক টাইমে বিদ্যুৎ কম ব্যবহারের আহ্বান জানিয়েছেন।