ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় একজন নিহত, শঙ্কায় আটকেপড়া নাবিকদের স্বজনরা
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বাংলাদেশি জাহাজে এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় একজন নিহতের পর ওই জাহাজেই আটকে আছেন অন্য ২৮ নাবিক। চট্টগ্রামে নগরীর শিপিং করপোরেশনের সামনে সকাল থেকে ভিড় করছেন তাদের স্বজনরা।
বুধবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে অলভিয়া বন্দরে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে বিমান হামলা হয়। এ সময় ঘটনাস্থলেই হাদিসুর রহমান মারা যান।
এখনো পর্যন্ত তার দেহাবশেষ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।
এদিকে ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে চলছে স্বজনদের আহাজারি।
মরদেহ ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চান পরিবার।
কথা ছিল চলতি বছরের নভেম্বরে ছুটিতে এসে পাকা ঘর তুলবেন ‘এমভি বাংলার সমৃদ্ধি; জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের। কে জানত মাত্র কয়েক সেকেন্ডের দুর্ঘটনায় ধূলিসাৎ হয়ে যাবে পুরো পরিবারের স্বপ্ন।
দুর্ঘটনার ঘণ্টাখানেক আগেও মুঠোফোনে পরিবারের খোঁজখবর নিচ্ছিলেন হাদিসুর। পরে আবারও ছোট ভাইয়ের সঙ্গে কথা বলতে নেটওয়ার্ক না পেয়ে ইঞ্জিনরুম থেকে বেরিয়ে আসেন জাহাজের ব্রিজে। মুহূর্তেই রকেট হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রিয় মানুষটির লাশটি যেন ফিরে পাওয়া যায় অসহায় এই পরিবারটির এখন একটাই আকুতি।
এদিকে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় আটকেপড়া নাবিকদের দিন কাটছে শঙ্কায়। অন্যদিকে দেশে থাকা স্বজনরা একটু খবরের আশায়, তাদের দেশে ফিরিয়ে আনার আশায় চট্টগ্রাম বন্দরে ভিড় জমাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন