ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১০
ইন্দোনেশিয়ার অবকাশযাপন দ্বীপ লম্বকে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ বলছে, শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত ১০ জন। এর আগে রোববার দ্বীপটিতে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মাত্র দুই সপ্তাহ আগে শক্তিশালী এক ভূমিকম্পে দেশটিতে ৫০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। রোববারের ওই ভূমিকম্পের ১২ ঘণ্টা না পেরোতেই আবারো শক্তিশালী কম্পন অনুভূত হয় লম্বকে। ভূমিকম্পের কারণে লম্বকের কিছু কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে ১০ জনের প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।
গত ৫ আগস্ট লম্বকে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আগাত হানে। এতে ৪৬০ জনের বেশি মানুষের প্রাণহানির পাশাপাশি হাজার হাজার বাড়ি-ঘর, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়।
হাজার দ্বীপের সমন্বয়ে ইন্দোনেশিয়া গঠিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ারে অবস্থিত এই দেশ; যেখানে টেকটনিক প্লেটের সংঘর্ষ ও বিশ্বে অাগ্নেয়গিরির অগ্নুৎপাতের অনেকগুলোই হয় এই প্লেটে। ফলে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
২০০৪ সালে দেশটির পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপের উপকূলীয় অঞ্চলে ৯ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। এতে ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এরমধ্যে শুধুমাত্র ইন্দোনেশিয়ায় মারা যায় ১ লাখ ৬৮ হাজার মানুষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন