ইবিতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
এতে বিভাগটির সভাপতি এ এইচ এম নাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, বিভাগের সাবেক সভাপতি ড. রাকিবা ইয়াসমিন ও বিভাগটির বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশ চেঞ্জ-এর ভিতরে আছে। বর্তমানে অনেক সভ্য দেশে বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে রাজনীতি এখন আবর্তিত হচ্ছে ডেভেলপমেন্টের যে অংশটা নিয়ে, সেটা হলো চেঞ্জ। এটা শুধু আর্থিক না, এর সাথে মানবিকতা, মানবাধিকার, প্রকৃতি-পরিবেশ রক্ষা ইত্যাদি জড়িয়ে আছে। তিনি বলেন, প্রত্যেকটা সাবজেক্ট-এর একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। তিনি আরও বলেন, এক সময় আমার জ্ঞান অর্জনের জন্য শিখতাম, তবে এখন যে বিষয়টি যুক্ত হয়েছে সেটি হলো আমরা শিখবো এবং এই শেখার মাধ্যমে কাজ করে খাবো। ভাইস চ্যান্সেলর বলেন, নতুন-নতুন উদ্ভাবনী চিন্তা আপনাদের ভিতরে আসবে এবং আপনারা এই ডিসিপ্লিনকে এগিয়ে নিয়ে যাবেন, আপনারা নিজেকে এগিয়ে নিয়ে যাবে, পরিবার-প্রতিবেশ সব কিছুকে এগিয়ে নিয়ে যাবেন, আমরা এই আশাবাদ আপনাদের কাছে রাখতে চাই।
পরে বিভাগের কার্যক্রম নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন