ইবি উপাচার্যের কার্যালয়ে ফের তালা, অডিও বাজাচ্ছে মাইকে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের ( ? ) গত কয়েকদিনে প্রায় ছয়টি অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনের মত আবারো আন্দোলন করেছে চাকরিপ্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে তারা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা উপাচার্যের অপসারণের দাবিতে কার্যালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে দিয়েছে। ব্যানারে তারা উপাচার্যকে আপাদমস্তক দুর্নীতিগ্রস্থ বরপুত্র বলে উল্লেখ করেন। তারা প্রশাসন ভবনের সামনে উপাচার্যের ফাঁস হওয়া অডিওগুলো মাইকে বাজিয়েছে।

এসময় উপাচার্যের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়, ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হৈ হৈ রৈ রৈ, সালাম গেলি কই?, শেখ হাসিনার বাংলায়, দুর্নীতির ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায়, হাকিম গেছে যে পথে, সালাম যাবে সেই পথে সহ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

এসময় অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি ও মিজানুর রহমান টিটু এ সাধারণ সম্পাদক রাসেল জোদ্দারসহ অন্যান্য প্রায় ২০-২৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জানা যায়, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী।

পরে দুপুর সাড়ে বারোটার দিকে সংগঠনটির সভাপতি মিজানুর রহমান টিটু এ সাধারণ সম্পাদক রাসেল জোদ্দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের বাসভবনে আলোচনা করতে যান।

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে একই দাবিতে তারা গত সোমবারেও উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে একই কর্মসূচি পালন করেন।

এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ( ?) কন্ঠসদৃশ নিয়োগ সংক্রান্ত একাধিক অডিও ক্লিপ ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। প্রথমে ‘ফারাহ জেবিন’ নামের ফেসবুক আইডি থেকে তিনটি ও পরে ‘মিসেস সালাম’ নামের আইডি থেকে আরো কয়েকটি অডিও ফাঁস হয়। পরে ‘আল বিদা’ নামের একটি ফেসবুক আইডি থেকে অন্য আরেকটি অডিও ফাঁস হয়। এসব অডিওতে এক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সরবরাহ, বিভিন্ন নিয়োগে ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।