ইমরানকে মাহাথিরের স্ত্রীর ‘হাত ধরার অনুরোধ’ ভাইরাল (ভিডিও)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/image-114727-1542981327.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘আমি কি আপনার হাত ধরতে পারি?’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ করে মালয়েশিয়ার ফার্স্টলেডি। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।
সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দুই দিনের সফর শেষ হয়েছে বুধবার। সফরের শেষে ইমরান খানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও ৯২ বছর বয়সী স্ত্রী সিঁথি হাসমাহ মোহাম্মদ আলির ফটোসেশন চলছিল।
ফটোসেশনের সময় সিঁথি হাসমাহ মোহাম্মদ আলি ইমরান খানকে উদ্দেশ করে বলেন, আমি কি আপনার হাত ধরতে পারি? উত্তরে ইমরান বলেন, সিওর (অবশ্যই)। পরে ইমরান খানের হাত ধরে ছবি তোলেন মালয়েশিয়ার ফার্স্টলেডি।
ফটোসেশনের ওই দৃশ্য ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন