ইমরান খানকে সতর্ক করলো পাকিস্তানের সেনাবাহিনী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/ইমরান-খানকে-সতর্ক-করলো-পাকিস্তানের-সেনাবাহিনী.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে ভিত্তিহীন অভিযোগ না করতে সতর্ক করেছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তাকে হত্যাচেষ্টার অভিযোগ আনার পর ইমরান খানকে এ ব্যাপারে সাবধান করা হয়েছে। খবর আরব নিউজের।
বর্তমানে প্রচণ্ড অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিন্তান।
লাহোরে সম্প্রতি এক জনসভায় ইমরান খান দাবি করেন, গত বছর তাকে হত্যাচেষ্টায় সেনাবাহিনীর মেজর জেনারেল ফয়সাল নাসির জড়িত ছিলেন।
সোমবার আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ইমরান খানের এ অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, দুখ:জনক এবং অগ্রহণযোগ্য।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন