‘ইরানই কাতারের ওষুধ ও খাদ্য চাহিদা পূরণ করছে’
সৌদি আরব ও তার মিত্র দেশগুলো অবরোধ আরোপ করার পর থেকেই ইরানের মাধ্যমে ওষুধ ও খাদ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ‘আমেরিকান এন্টারপ্রাইজ’-এ তিনি এক বক্তৃতায় তিনি বলেন, একমাত্র ইরানের মাধ্যমেই তাদের ওষুধ ও খাদ্য চাহিদা পূরণ হচ্ছে।
এ সময় উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি ও যুক্তরাষ্ট্রের আসন্ন যৌথ বৈঠকে কাতার অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালেদ বিন মোহাম্মাদ আল আতিয়া বলেছেন, কাতারের ওপর সৌদি আরব ও তার মিত্র দেশগুলো যে অবরোধ আরোপ করেছে তা চরম নিষ্ঠুরতা। তিনি বলেন, অবরোধ আরোপ করার পর ইরানের আকাশই প্রথম কাতারের জন্য শ্বাস-প্রশ্বাসের সুযোগ করে দিয়েছিল।
২০১৭ সালের ৫ জুন সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং স্থল, পানি ও আকাশপথে অবরোধ আরোপ করে। ১৩ দফা দাবি মানলেই কেবল কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে ওই চার দেশ।
তাদের শর্তগুলোর মধ্যে রয়েছে, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং আল-জাজিরা টিভি চ্যানেল ও তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে হবে। কিন্তু কাতার সরকার তাদের এসব শর্ত মানতে অস্বীকার করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন