ইয়াবাসহ যুবলীগ নেতাকে ধরে ছেড়ে দিলেন এসআই
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ (৩৮) দুইজন আটক হলেও শনিবার সকালে ছেড়ে দিয়েছেন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান।
একই সঙ্গে বৃহস্পতিবার ইয়াবাসহ যুবলীগ নেতাকে আটকের বিষয়ে দেয়া বক্তব্য বদলে শনিবার নতুন বক্তব্য দিয়েছেন এসআই আব্দুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের স্লুইসগেট এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুর রহমানের নেতৃত্বে এসআই সোহেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও একই গ্রামের আশ্রাব আলীর ছেলে শরীফ হোসেন (৩৫) ইয়াবাসহ আটক হয়।
বিষয়টি জানার পর স্থানীয় গণমাধ্যমকর্মীরা শুক্রবার সকাল ৯টার দিকে এসআই আব্দুর রহমানকে ফোন দিলে তিনি বলেন, ৪ পিস ইয়াবাসহ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও একই গ্রামের আশ্রাব আলীর ছেলে শরীফ হোসেনকে আটক হয়। এ ঘটনায় মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।
কিন্তু শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যুবলীগ নেতা সাত্তার এবং দুপুরে শরীফকে ছেড়ে দেয়া হয়। মোটা অংকের অর্থের বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জানতে অভিযানের সময় ঘটনাস্থলে থাকা এসআই সোহেল মোল্লাকে শনিবার সকালে ফোন দিলে তিনি বলেন, আমি কিছু জানি না। আব্দুর রহমান স্যার এ বিষয়ে বলতে পারবেন। আপনি তাকে ফোন দেন।
বিষয়টি জানতে এসআই আব্দুর রহমানকে ফোন দিলে আগের দিনের বক্তব্য পাল্টে বলেন, ভাই কোনো কিছু পাইনি। ওপর থেকে তদবির ছিল, তাই ছেড়ে দিয়েছি।
শুক্রবার সকালে সাংবাদিকদের বলেছেন, ৪ পিস ইয়াবা পেয়েছেন, আজ বলছেন কিছুই পাননি, আসলে কোনটা সত্য? এমন প্রশ্নের জবাবে এসআই আব্দুর রহমান বলেন, থানায় এসে কথা বলে যান, বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এসআই আব্দুর রহমান ও সোহেল মোল্লার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আবুবকর মিয়া বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। বিস্তারিত জেনে আমি আপনাকে জানাতে পারব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন