ঈদুল আজহার প্রধান ‘ঈদ জামাত’ সকাল আটটায়
আবহাওয়া অনুকূলে থাকলে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে এই জামাত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল সাড়ে আটটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই জামাত অনুষ্ঠিত হবে।
বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাফিজ উদ্দিন বলেন, ‘এবার কখন প্রধান জামাত হবে, এটা ঠিক করা যেতে পারে।’এ সময় ধর্মমন্ত্রী বলেন, ‘গত বছরের মত এবারও ৮টায় করা হোক। পাশে থাকা ধর্মসচিব মো. আব্দুল জলিল বলেন, ঈদের প্রধান জামাতে সকাল আটটার পরে যাওয়া ঠিক হবে না।
সভায় স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন