‘ঈদের পর ঢাকায় টিকিট ছাড়া বাস চলবে না’
ঢাকা মেট্রোপলিটনের সব ঈদের পর বাস টিকিটের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটি।
সোমবার দুপুরে গুলিস্তানের নগর ভবনে কমিটির নবম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান কমিটির আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলে জানান সাঈদ খোকন।
কমিটির সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটনে টিকিট ছাড়া কোনো বাস চলবে না। নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে যাত্রীরা টিকিট কেটে লাইন ধরে বাসে উঠবে। বিদ্যমান ভাড়াতেই টিকিট সার্ভিস শুরু হবে।’
তিনি বলেন, ‘বিআরটিসি, বিআরটিএ, ডিটিসিএ, মালিক সমিতি ও সিটি করপোরেশন একসঙ্গে বসে শিগগিরই এটি বাস্তবায়নের কাজ শুরু করবে। ঈদের পরপরই টিকিট সার্ভিস শুরু হতে পারে।’
এটি বাস্তবায়ন করা গেলে ঢাকার গণপরিবহন সমস্যা অনেকই কমে আসবে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস কোম্পানি অনেক বেশি হওয়ায় একই কাউন্টার থেকে একাধিক বাসের টিকিট বিক্রি করা হবে।
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত এই কমিটি কাজ করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন