‘ঈদ ও রথ উৎসব পালনের সময় জঙ্গি তৎপরতার সুনির্দিষ্ট কোন তথ্য নেই’
নিজস্ব প্রতিবেদক : ঈদ ও রথ উৎসব পালনের সময় জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন তথ্য নেই। তবে পুলিশ ও জনসাধারণকে এব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের আইজিপি একেএম শহিদুল ইসলাম।
শুক্রবার বিকেলে রাজধানীর আশপাশের মহাসড়ক গুলো পরিদর্শন শেষে সাভারের নবীনগরে যাত্রাবিরতি কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি এসময় আরো বলেন, বাংলাদেশের জঙ্গিদের জঙ্গি তৎপরতা বিস্তার করার মত শক্তি ও সামর্থ্য নেই।
এসময় ঈদ ও হিন্দু ধর্মালম্বীদের রথ উৎসব উদযাপনের সময় ধর্মীয় মূল্যবোধ থেকে সব ধর্মের লোকদের সহিঞ্চু থাকার আহবান জানান পুলিশের মহাপরিদর্শক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন