ভারতের উত্তরাখণ্ডে বাস উল্টে খাদে, প্রাণ গেল ৪৪ যাত্রীর
ভারতের উত্তরাখণ্ডের পাওদি জেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পরে অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। রোববার সকালের দিকের এ দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাওদির পাওরি গরওয়ালের নাইনইদানদা ব্লকের পিপালি-ভোহান সড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
দুর্ঘটনার শিকার বাসটি ৪৫ যাত্রী নিয়ে রামনগর থেকে ভোহানের দিকে যাচ্ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
গরওয়ালের কমিশনার দিলিপ জওয়ালকার বলেছেন, ‘আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।’
এদিকে, নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন