উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমবে রাতে
একদিকে বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে লঘুচাপ, অন্যদিকে উত্তরাঞ্চলের তাপমাত্রার পারদ নেমে ছুয়েছে মৃদু শৈত্যপ্রবাহের ঘর।
শনিবার (২৮ নভেম্বর) উত্তরাঞ্চলে প্রথম বারের মতো তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবে রোববার (২৯ নভেম্বর) দেশের আকাশ মেঘলা থাকলেও রাতের তাপমাত্রা কমবে অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস। রাতের তুলনায় দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়লেও সোমবার পর্যন্ত এমনটাই থাকবে বলছে আবহাওয়া দফতর। তবে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি সামান্য তারতম্য হতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনের বিগত ২৪ ঘণ্টার বার্তায় দেখা যায়, এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন