উত্তর কোরিয়া ইস্যুতে জাপানে আগাম নির্বাচন
উত্তর কোরিয়া ইস্যুতে জোরালো পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে আগাম নির্বাচন হতে যাচ্ছে জাপানে। আজ সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
সেখানেই তিনি আগামী ২২ অক্টোবরে এ নির্বাচন আয়োজনের বিষয়ে ঘোষণা দিতে পারেন। সোমবার এক প্রতিবেদনে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
সম্প্রতি দেশটির সংবাদপত্র নিক্কির চালানো জনমত জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় এগিয়ে শিনজোর নেতৃত্বাধনীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সে ধারাবাহিকতায় প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে আরও একপেশে করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে এ আগাম নির্বাচন। যাতে উত্তর কোরিয়াসহ বিভিন্ন ইস্যুতে যেসব সঙ্কট তৈরি হয়েছে তা সমাধানে জোরালো পদক্ষেপ গ্রহণ সম্ভব হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন