‘উন্নয়ন কথামালায়, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে’
দেশের উন্নয়ন সম্পর্কে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, উন্নয়ন কথামালায় থাকলেও বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে এসব কথা বলেন তিনি। দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর নানা ইস্যুতে নিয়মিত টুইট করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তিনি তার টুইটে লিখেছেন, ‘একটি সমীক্ষা বলছে দেশের পাঁছ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ। এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন