‘উপকূলে’র ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা অচল রেলপথ
ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জে ভৈরব রেলসেতুর কাছে আন্তনগর উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। আর এরই কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
এর ফলে ঢাকা থেকে সিলেটগামী কালিনী এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ভৈরব বাজার রেলওয়ে জংশনে আটকা পড়ে।
ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার অমৃত লাল দাস জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রম করে রেলওয়ে সেতুর কাছে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে থেমে যায়। পরে খবর পেয়ে আখাউড়া থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন