উবার প্রধানের পদত্যাগ
অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক পদত্যাগ করেছেন।
শেয়ারহোল্ডারদের চাপের মুখে ট্রাভিস পদত্যাগ করেছেন বলে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নিউইয়র্ক টাইমস বলছে, প্রধান নির্বাহীর পদ ছাড়লেও উবারের বোর্ডে থাকবেন ট্রাভিস।
প্রতিষ্ঠানটিতে যৌন হয়রানিসহ নানা অভিযোগ তদন্তের পর ট্রাভিসের পদত্যাগের ঘোষণা এল।
গত সপ্তাহে ট্রাভিস বলেছিলেন, তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাচ্ছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন