উ.কোরিয়ার ব্যাপারে জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়ন চায় চীন
উত্তর কোরিয়ার ব্যাপারে জাতিসংঘের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছে চীন। মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
এর আগে চলতি মাসের শুরুর দিকেই জাতিসংঘের ওই নিষেধাজ্ঞা মেনে নেয় চীন। জাতিসংঘের নিষেধ উপেক্ষা করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়াকে কোণঠাসা করতেই ওই সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।
জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার কাছ থেকে কয়লা, খনিজ লোহা, সামুদ্রিক খাবারসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করতে হবে চীনকে।
চলতি বছরের জুলাইয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। নিষেধাজ্ঞাটি কার্যকরের ঘোষণা সোমবার জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। জাতিসংঘের বিধি মোতাবেক কোনো প্রস্তাব পাস হওয়ার পর ৩০ দিনের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হয়।
সেই হিসেবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগ পর্যন্ত কার্গো জাহাজ স্বাভাবিকভাবেই আসবে বলে জানানো হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামি মাসের ৬ তারিখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন