এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরামের অভিনন্দন
সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় কৃতকার্য সকল পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক প্রভাষক আবু সাঈদ পলাশ সহ সংগঠনটির প্রায় দুই ডজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় প্রভাষক পলাশ বলেন, ছাত্রজীবনে একাডেমিক ও পাবলিক পরীক্ষা একটি চলমান প্রক্রিয়া এবং এই পরীক্ষার ফলাফলগুলোই ক্যারিয়ার গঠনে অন্যতম গুরুত্তপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, এইচএসসি ফলাফল পরবর্তী সময়গুলো একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্তপূর্ণ। তাই এই সময়ের যথার্থ ব্যবহারের মাধ্যমে একজন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও বিষয়ে ভর্তি হতে পারে। মেধাবী শিক্ষার্থীরা দেশের জন্য আর্শীবাদ ও সম্পদ। শৃঙ্খল জাতি গঠনে মেধাবীদের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন