একজন পরীক্ষার্থীর জন্য ১২জন কর্মকর্তা!
যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষা কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত কর্ম ও জীবনমুখী বিষয়ের পরীক্ষায় মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
একজন পরীক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় ১২জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।
জানা গেছে, যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় শনিবার অনুষ্ঠিত হচ্ছে কর্ম ও জীবনমুখী ( বিষয় কোড- ১৫৫) বিষয়ের পরীক্ষা। বিষয়টি ২০১৬ সালের সিলেবাস অনুযায়ী নির্ধারিত বিষয়।
জেএসসি পরীক্ষার কেন্দ্র সিংগাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব শেখ আলমগীর হোসেন জানান, কর্ম ও জীবনমুখী বিষয়ের পরীক্ষার্থীর সংখ্যা মাত্র একজন। এই বিষয়টি পুরাতন সিলেবাসের অন্তর্ভূক্ত। পরীক্ষায় অংশ নিচ্ছে চম্পা বিশ্বাস নামের এক পরীক্ষার্থী।
একজন পরীক্ষার্থীর এই পরীক্ষা নেয়ার জন্য কেন্দ্রে ১২জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন।
যারা নিয়োজিত রয়েছেন, তারা হলেন- কেন্দ্র সচিব-একজন, সহকারী কেন্দ্র সচিব একজন, হল সুপার একজন, কক্ষ পরিদর্শক দুইজন, উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে রয়েছেন একজন।
তাছাড়া কেন্দ্রে পুলিশ সদস্য রয়েছেন একজন, অফিস সহকারী হিসাবে আছেন একজন এবং ৪র্থ শ্রেণির কর্মচারী রয়েছেন একজন। সব মিলিয়ে এই কেন্দ্রে একজন পরীক্ষার্থীর জন্য ১২জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন।
বিষয়টি সম্পর্কে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ জানান, পরীক্ষার আইন মেনেই এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে জনবল বাড়ানো বা কমানোর কোনো সুযোগ নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন