একবারেই দু’বার আজব দুর্ঘটনা!
দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাইক। তাতে সওয়ার তিন যাত্রী। হঠাৎ করেই ইউ-টার্ন নেওয়া একটা গাড়িকে কাটাতেই দ্রুত বাইকটি থামানোর চেষ্টা করেছিলেন চালক। তাতেই ঘটে যায় বিপত্তি। ব্রেক নেওয়ার চেষ্টা করায় চালকের পা থেকে যায় মাটিতে।
আর দ্রুত গতির বাইক বিন্দুমাত্র টাল সামলাতে না পেরে পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে মাটিতে ল্যান্ড করে। ছিটকে যান তিন আরোহীই। তবে কেউই তেমন ভাবে আহত হননি। ঘটনাটি ঘটেছে গত ১৯ অগস্ট চিনের তাইঝৌতে। বৃহস্পতিবার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে ঘটনাটি সামনে আসে।
তবে ঘটনার শেষ এখানেই নয়। বাইকটি তুলে চালু করতে গিয়ে ঘটে দ্বিতীয় বিপত্তি। চালকের হাত ছেড়ে বাইক ফের পিছলে যায়। আর সোজা গিয়ে ধাক্কা মারে একটি গাড়িতে। যেন সে পালাতে পারলেই বেঁচে যায়। সত্যিই অদ্ভূতই বটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন