একাধিক স্ত্রী রাখা অপছন্দ করলেও উইন্সটনের স্ত্রী ২৫!

একসঙ্গে ২৫ স্ত্রী রাখায় কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এক দশক ধরে বিচার কাজ চলার পর গত সোমবার ব্রিটিশ কলাম্বিয়ার সর্বোচ্চ আদালত এ রায় দেন। বিচ্ছিন্ন একটি বহুগামী সম্প্রদায়ের সাবেক ওই নেতার নাম উইন্সটন ব্ল্যাকমোর (৬০)। তার সন্তান সংখ্যা ১৪৬।

উইন্সটন ব্ল্যাকমোর বরাবরই বহুগামিতাকে (একাধিক নারীর সঙ্গে সম্পর্ক) বৈধ করার বিপক্ষে ছিলেন। তার মতে, বহুগামিতাকে বৈধ করলে নারীরা আরও বেশি নিপীড়ণের শিকার হবেন। আবার তিনিই ২৫ নারীর সঙ্গে একই সময়ে সংসার করতেন। আর এজন্য নিজেকে দোষীও মনে করেন না।

সর্বোচ্চ আদালতের রায়ের পর উইন্সটন ব্ল্যাকমোর বলেন, ‘নিজের ধর্মে বিশ্বাস রাখার জন্য এবং সে মতে জীবনযাপন করার জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমি কখনই বিষয়টি অস্বীকার করিনি। ‘

উইন্সটন ব্ল্যাকমোরই শুধু নন, সোমবার আদালত বহুগামী সম্প্রদায়ের আরও এক নেতাকে একই কারণে দোষী সাব্যস্ত করেছে। জেমস ওলার (৫৩) নামের ওই ব্যক্তি উইন্সটন ব্ল্যাকমোরেরই আত্মীয় (স্ত্রীর ভাই)। ওলারের সংসারে স্ত্রীর সংখ্যা পাঁচ। সূত্র : ফক্স নিউজ ও টেলিগ্রাফ