এক দশক আগে শাহরুখকেও আটকে ছিলেন সমীর
ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে এক দশক আগে বলিউড বাদশাহ শাহরুখ খানকেও ঝামেলায় ফেলেছিলেন।
২ অক্টোবর মাদক পার্টি থেকে তিনিই ছদ্মবেশে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছিলেন।
খবর আনন্দবাজার পত্রিকার।
মধ্য তিরিশের সমীর ছদ্মবেশে মুম্বাই থেকে গোয়াগামী সেই প্রমোদতরীতে ওঠেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুধু আরিয়ানই নয়, অতীতে সমীরের জন্য সমস্যায় পড়েছিলেন শাহরুখ খান নিজেও?
এক দশক আগে বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ। কিন্তু বিমানবন্দরে পা রাখতেই ঘটে বিপত্তি।
বলিউডের কিংকে আটকে দিয়েছিলেন শুল্ক বিভাগের কর্মকর্তারা।
সমীর তখন এনসিবির নন, শুল্ক বিভাগের ডেপুটি কালেক্টর ছিলেন।
বিমানবন্দরে শাহরুখকে আটকে রেখে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জানা যায়, হল্যান্ড ও লন্ডন থেকে অতিরিক্ত কেনাকাটা করে ফেলেছিলেন শাহরুখ এবং তার পরিবার।
২০টি ব্যাগ বোঝাই করে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তারা। নিয়ম ভেঙে পার পাননি স্বয়ং শাহরুখ। তখন দেড় লাখ টাকা জরিমানা দিতে হয়েছিল তাকে।
আপাতত আরিয়ানের জন্য বিশেষ কোনো ছাড় দেওয়া হয়নি। আর পাঁচজন অভিযুক্তের মতোই হাজতে দিন কাটছে তার। এক দশক আগে এবং পরে সমীর যে একই রকম একরোখা, তা আর বলার অপেক্ষা রাখে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন