এক দিনের ব্যবধানে সুন্দরবন থেকে আবারও কীটনাশক সহ জেলে আটক

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আ. রহিম (৪৮) নামে এক জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ির মগেরহোড়া খাল থেকে ওই জেলেকে আটক করে বনরক্ষীরা।

আটক জেলে আ. রহিম (৪৮) পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের আব্দুল লতিফের ছেলে।এর আগে সোমবার বিকেলে দুবলার চরের মাঝের কিল্লা খাল থেকে একটি ট্রলার সহ ১৪ জেলেকে আটক করা হয়। এক দিনের ব্যবধানে সুন্দরবন থেকে ১৫ জেলেকে আটক করে বনরক্ষীরা।

বনের চরখালী টহল ফাঁড়ির একজন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি নৌকা, চার বোতল কীটনাশক ও বিষ দিয়ে ধরাু চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। নৌকায় থাকা চার জেলে বনরক্ষীদের দেখে দ্রæত বনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তা (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, দুই দিনের অভিযানে আটক ১৫ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।