এক বছর ধরে কাজের মেয়েকে ধর্ষণ, বাড়িওয়ালা আটক

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে ১১ বছরের এক কাজের মেয়েকে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে মধুখালী থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক আরিফ মোল্লাকে (৩৮) আটক করেছে। আরিফ মোল্লার বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
শিশুটির মা জানান, তাদের অবস্থা ভালো না হওয়ায় তার মেয়েকে আরিফ মোল্লার বাড়িতে কাজে দেওয়া হয়। বাড়িতে কাজ করার সুবাদে আরিফ মোল্লা মেয়েটিকে এক বছর ধরে ধর্ষণ করে আসছে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার ভয় দেখানোর কারণে সে এতদিন কাউকে কিছু বলেনি।
সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে সে তার মাকে বিষয়টি খুলে বলে। এরই পরিপ্রেক্ষিতে তিনি থানায় মামলা করেন। মধুখালী থানার ওসি (তদন্ত) জানান, অভিযোগের ভিত্তিতে আরিফ মোল্লাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এছাড়া ধর্ষিতাকে পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন