এক সপ্তাহের নোটিশেও নির্বাচনে যেতে রাজি বিএনপি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/bnp-l-20180328124519.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার এক সপ্তাহ পর নিবার্চন হলেও আমরা তাতে অংশ নিতে রাজি আছি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘দেশ বাচাঁও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
ফারুক বলেন, ‘সরকার অতিরিক্ত চিন্তা করছে এর থেকে বের হয়ে আশা উচিত। আমি বুঝতে পারি না সরকার কী চায়? যদি এটা নিবার্চনকালীন বছর হয়ে থাকে তাহলে সবাইকে মুক্তি দিন। বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি দিন।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপি নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান, এবিএম মোশাররফ হোসেন, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন