এফডিসিতে মদপান অবস্থায় প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/08/fdc-20180827124747.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অতিরিক্ত মদপান করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)র ৮ নম্বর ভবন থেকে নিচে পড়ে আবু সিদ্দিক (৫০) নামে এক প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এফডিসিতে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
আবু সিদ্দিকের স্ত্রী কাজলসহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা সাংবাদিকদের জানান, এফডিসির ভিতরে ৮ নম্বর ভবনে বসে কয়েকজন বসে মদ পান করছিল, সেখানে ২য় তলার কার্নিস দিয়ে আবু সিদ্দিক নিচে পরে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু সিদ্দিক শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামের মৃত সুলতান ব্যাপারীর ছেলে। সে কলাবাগান থানার ২৪৭/১ কাঠালবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতো।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্যে ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন